আগৈলঝাড়ায় জায়গার বিরোধ নিয়ে দু-পক্ষের সংঘর্ষের তিন মাস পর একজনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার দণি গৈলা গ্রামের অমূল্য মণ্ডলের সঙ্গে একই বাড়ির ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সকজ মণ্ডলের জায়গার বিরোধ নিয়ে গত ১৭ সেপ্টেম্বর রাতে সালিস চলছিল।
অমূল্য মণ্ডল ও সকজ মণ্ডলের বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় হামলায় অমূল্য মণ্ডল গুরুতর আহত হয়ে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসা গ্রহণ করে। মারামারির ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে তা চলমান রয়েছে।
দরিদ্র পরিবার হওয়ায় টাকার অভাবে চিকিৎসা শেষ না করে কিছুটা সুস্থ হয়ে ২০ দিন আগে বাড়িতে ফিরে আসেন অমূল্য মণ্ডল। গত শনিবার রাতে মারা যান তিনি।
এ ঘটনায় আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অমূল্য মণ্ডলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গতকাল রোববার সকালে লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে।