আবারও আলোচনা তুঙ্গে শাকিব খান, অপু বিশ্বাস আর বুবলীকে ঘিরে। সম্প্রতি একটি হীরার নাকফুল নিয়ে ঢালিউডের দুই নায়িকা অপু-বুবলী সোশ্যাল মিডিয়ায় পরস্পরের বিরুদ্ধে নানা মন্তব্যে মুখর। প্রথম দিকে এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শাকিব খান। তিনি জানিয়েছেন, বুবলীর সঙ্গে তাঁর কোনোরকম যোগাযোগই নেই। হীরার নাকফুলটি তিনি বুবলীকে দেননি। এমনকি অপুর মতো বুবলীকেও নিজের অতীত বলে মন্তব্য করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক।
শাকিব খানের এমন মন্তব্যের পর আর চুপ থাকতে চান না বুবলী। নিজের সম্মানের কথা ভেবে, বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলতে চান তিনি। এই বিষয়ে বুবলী বলেন, ‘কোনো কিছুই আর গোপন রাখব না। শিগগিরই সব প্রকাশ্যে আনব। আমাকে দু-এক দিন সময় দিন। সংবাদ সম্মেলন করে সব বিষয় পরিষ্কার করব। সব কথার উত্তর দেব।’
তাঁদের মধ্যে সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে আছে, সেটি নিয়ে চলছে নানা রকম চর্চা। বুবলী সংবাদ সম্মেলন করার পর হয়তো এই বিষয়ে কিছুটা খোলাসা হওয়া যাবে।