Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দুই বিঘা জমিজুড়ে বটগাছ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দুই বিঘা জমিজুড়ে বটগাছ

দুই বিঘা জমিজুড়ে ডালপালা বিছিয়ে দাঁড়িয়ে আছে একটি বটগাছ। শতবর্ষী এই গাছটির নিচে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা করেন পূজা-অর্চনা। দূরদূরান্ত থেকে লোকজন আসেন এটি দেখতে। বটগাছটির অবস্থান দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।

দুর্গাপুর গ্রামের বাসিন্দা মঙ্গল সরেন (৯৬) বলেন, ‘আমি ছোট থেকে দেখছি গাছটিকে এবং গাছটি ধীরে ধীরে শাখা-প্রশাখা চারপাশে ছড়িয়েছে। এই গাছটি আমাদের এলাকার একটি সম্পদ। গাছটিকে দেখার জন্য দূরদূরান্ত থেকে লোক আসে। আমরা এখানে পূজা-অর্চনা করি।’

স্থানীয় মজিদনগর কারিগরি ব্যবসা ও ব্যবস্থাপনা কলেজের প্রভাষক কালীপ্রসন্ন সরকার বলেন, ‘ছোট থেকেই আমি শুনেছি যে আমার ঠাকুর দাদারা এই গাছটি রোপণ করেছেন। পারিবারিক জায়গাজমি বণ্টনের পর এই প্রাচীন বৃক্ষটি আমার বাবা বারীন্দ্রনাথ সরকারের অংশে পড়ে। সেই সূত্রে জমি এবং বটবৃক্ষটির উত্তরাধিকার আমি এবং আমার পরিবার। লোকমুখে এও শুনেছি, আমার পরিবারের তিন প্রজন্মের কাছে গাছটির বয়স নাকি শত বছর পেরিয়েছে।’

কালীপ্রসন্ন সরকার আরও বলেন, পরবর্তী সময়ে গাছটির উত্তর অংশে একটি শারদীয় দুর্গামন্দির স্থাপন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা পূজা-অর্চনার পাশাপাশি এখানে একটি মেলা বসান। গাছটির চারপাশে ডালপালা মেলে ধরায় স্থানটি বেশ শীতল।

 ২০২১ সালে দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল আলম দুর্গাপুরে অবস্থিত প্রাচীন গাছটি পরিদর্শনে আসেন। তিনি দিনাজপুর জেলা তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার আজকের পত্রিকার প্রতিনিধিকে বলেন, এটি এই অঞ্চলের সবচেয়ে পুরোনো বটগাছ। গাছটির বয়স ১০০ বছর পেরিয়েছে। এটি দুই বিঘা জমিজুড়ে দাঁড়িয়ে আছে। গাছটিকে দেখার জন্য দূরদূরান্ত থেকে অনেকে আসেন এবং এখানে পূজা-অর্চনা হয়। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ