মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ মির্জা আজম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে ১৩ বছরে বাংলাদেশ বিশ্বের দরিদ্রতম দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে। এখন আমাদের মাথাপিছু আয় ৫৪০ ডলার থেকে বেড়ে ২ হাজার ৬০০ ডলার হয়েছে।’
মির্জা আজম তাঁর বক্তৃতায় আরও বলেন, ‘আমি ও জাহাঙ্গীর কবির নানক নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বে রয়েছি। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচন উপলক্ষে আয়োজিত এ বিশেষ বর্ধিতসভায় আসতে বাধ্য হয়েছি।’ এ সময় তিনি নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ ফজলুর রহমান খান ফারুক, উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ, টাঙ্গাইল সদর আসনের সাংসদ ছানোয়ার হোসেন, ভুয়াপুর-গোপালপুর আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল হক, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ।