মির্জাপুরে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গত বুধবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গোড়াই জয়েরপাড়া গ্রামের আশরাফুল মোল্লা (৪২), রশিদ দেওহাটা গ্রামের মো. মাহবুব রহমান (২৯) ও কদিম দেওহাটা ঠাকুরপাড়ার লিপি আক্তার (৩৮)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, তাঁদের নামে বুধবার রাতে থানায় মাদক আইনে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।