পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে। গত শুক্রবার বেসরকারি সংস্থা ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে হেকস্ ইপারের আর্থিক সহযোগিতায় ইএসডিওর উপজেলা কার্যালয়ের চত্বরে এই কর্মসূচি করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. ইকরামুল হক, বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।