বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল ১০টায় বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ১৫ ডিসেম্বর রেজিস্টারি মাঠ থেকে দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিজয় দিবসের শোভাযাত্রা, ১৬ ডিসেম্বর সকাল ৯টায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলরুমে বিজয় দিবসের আলোচনা সভা।
মহানগর আওয়ামী লীগ এবং ২৭টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতা–কর্মীদের ১৫ ডিসেম্বর মিছিল সহকারে বিজয় দিবসের শোভাযাত্রায় যোগদান এবং ১৬ ডিসেম্বর নিজ নিজ ওয়ার্ডে আলোচনা অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।