কেশবপুরে স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন কপোতাক্ষ ব্লাড ব্যাংকের সপ্তম বর্ষে পদার্পণ আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কপোতাক্ষ ব্লাড ব্যাংকের পরিচালক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক উৎপল দে, কপোতাক্ষ ব্লাড ব্যাংকের উপদেষ্টা গোলাম মোস্তফা, সহসভাপতি হাবিবুর রহমান খান মুকুল, ইসরাফিল হোসেন, ইউপি সদস্য রেহেনা ফিরোজ, ব্যবসায়ী অনুজ তরফদার ঝন্টু প্রমুখ।