দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব মৃত্তিকা দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে দিবসটির উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. রওশন আরা। সভাপতিত্ব করেন হাবিপ্রবির মৃত্তিকা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহাদৎ হোসেন খান। স্বাগত বক্তব্য দেন মৃত্তিকা বিভাগের প্রফেসর ড. শাহ্ মইনুর রহমান।