সাতক্ষীরার পাটকেলঘাটার ৪ নম্বর কুমিরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। নির্বাচনে কে জয়ী হবে তা নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা কল্পনা।
এ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম দলীয়ভাবে শক্ত অবস্থানে থাকলেও ভোটে ভাগ বসাবেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলাম রেজা ও মো. শাহাবাজ আলী।
এদিকে বিএনপির স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় সুবিধাটা কাজে লাগাচ্ছেন জামায়াতের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী। নির্বাচনে তিনি রয়েছেন বেশ সুবিধাজনক স্থানে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৩৩০০ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন।
কুমিরার একাধিক ভোটারের সঙ্গে কথা বললে তাঁরা জানান, বর্তমান চেয়ারম্যান আজিজুল ইসলাম একজন ভালো মানুষ। তাঁরা আবারও তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান। অপরদিকে জামায়াতের ভোটাররা জানান, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে অধ্যাপক ইদ্রিস আলীর জয়লাভের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী জয়লাভের লক্ষ্যে পাড়া মহল্লা ও বাড়ি বাড়ি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে চলেছেন।
তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত।