লালমোহনে আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের ৪টি প্রতিষ্ঠান। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রোববার বিকেলে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকা এই আগুনের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, গজারিয়া বাজার সংলগ্ন মৃর্ধাকান্দির স্বপন মৃর্ধা মালিকানাধীন ৪ প্রতিষ্ঠানে আগুন লাগে। এতে মুহূর্তের মধ্যে আগুন অন্য গুদামে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা ডাক-চিৎকার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে মহসিনের একটি মুদি এবং বিল্লাল, রুবেল ও ইব্রাহিমের ৩টি তুলার গুদামের মালামাল পুড়ে যায়।