শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজিচালিত অটোচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সকালে মো. জামু মিয়া (৪৫) নামে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার সিরাজনগর গ্রামের প্রয়াত বারিক মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মো. জামু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের ধারণা, ভোর রাতের কোনো এক সময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাঁকে গলা কেটে হত্যা করেছে। তিনি এলাকায় সুদের ব্যবসাও করতেন।