কিশোরগঞ্জের বাজিতপুরের গাজিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. সজিব মিয়াকে গলায় টাকার মালা দিয়ে বরণ করেছে এলাকাবাসী।
গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে মো. সজিব মিয়া বিপুল ভোটে বিজয়ী হন। বিজয়ের পর গত মঙ্গলবার রাতে নির্বাচিত এলাকার বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন। এই সময় নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য সজিব মিয়াকে ফুল আর টাকার মালা পরিয়ে বরণ করে নেন তাঁর কর্মী সমর্থকেরা।
এ সময় সজিব মিয়া বলেন, ‘জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করে ঋণী করেছে। এই ঋণ পরিশোধ করতে পারব না। তবে ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থাকব ইনশা আল্লাহ।’