ঈদুল আজহার ছুটি শেষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গতকাল রোববার ক্লাস শুরু হয়েছে। তবে ক্লাস শুরুর মধ্যেই এ দিন তিন দফা দাবিতে আবারও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
গতকাল ইবি কর্মকর্তা সমিতির উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে ডায়না চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে গত ফেব্রুয়ারিতে টানা ১১ দিন কর্মবিরতি করেন কর্মকর্তারা। সে সময় উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তাঁরা। দাবিগুলো হলো, চাকরির বয়সসীমা ৬০ বছর থেকে ৬২ বছরে উন্নীত করা। কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বিকেল ৪টার পরিবর্তে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্ধারণ করা। এ ছাড়া সহকারী রেজিস্ট্রার ও সমমানের পদে শুরুর বেতন ৩৫ হাজার ৫০০ ও উপ-রেজিস্ট্রার ও সমমান পদে ৫০ হাজার টাকা নির্ধারণ করা।