প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপনের বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগী কুমারখালী থানায় গত রোববার জিডি করেছেন। জিয়াউল হক কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
কুষ্টিয়া শহরের কাস্টম মোড়ের কলা বাগ রোডের বাসিন্দা মোছা. ফিরোজা অভিযোগে উল্লেখ করেন, তাঁর স্বামীকে বিদেশে পাঠানোর কথা বলে জিয়াউল হক সাড়ে ৬ লাখ টাকা নেন। নির্দিষ্ট সময় পার হলেও স্বামীকে বিদেশে পাঠাননি। পরে কিছু টাকা ফেরত দেন। এখনো ৩ লাখ ৯০ হাজার টাকা পাবেন।
ফিরোজা বলেন, গত ৭ জানুয়ারি টাকার জন্য গেলে জিয়াউল হক খারাপ ব্যবহার করেন এবং মারতে এগিয়ে আসেন। একপর্যায়ে স্ত্রীকে আগ্নেয়াস্ত্র বের করতে বলেন। এ ছাড়াও তিনি ফোনে হত্যার হুমকিও দিয়েছেন।
অভিযুক্ত জিয়াউল হক বলেন, ‘টাকা লেনদেন হয়েছিল। তবে কিছু টাকা ফেরত দিয়ে দিয়েছি। এখনো কিছু টাকা পাবে, সেটাও দিয়ে দেব। কেউ শত্রুতা করে ফিরোজাকে ভুল বুঝিয়ে তাঁকে দিয়ে অভিযোগ দিয়েছেন।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।