রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে উপজেলার চর আফজল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. হেলাল (৪০) ও আলা উদ্দিন (৫০)। তাঁরা উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল এলাকার বাসিন্দা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, আসামি মো. হেলাল ও আলা উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।