নরসিংদীর রায়পুরায় চলতি মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় বোরো ধানের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে উফশী ও হাইব্রিড ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে ৪ হাজার ৪০০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, কৃষি কর্মকর্তা বনি আমিন খান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খাঁন ও সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান, সাধারন সম্পাদক অজয় সাহা প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান বলেন, কৃষকদের উন্নয়নের জন্য বোরো ধানের চাষাবাদে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক পর্যায়ের কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।