মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক, ওয়াজেদ মৃধাকে সদস্যসচিব করে মির্জাপুর উপজেলা এবং আতিকুর রহমান সুজনকে আহ্বায়ক ও তারেক রেজাকে সদস্যসচিব করে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে আট নেতাকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। অন্যদিকে ২৬ সদস্যের পৌর কমিটিতে ৬ নেতাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
গত বৃহস্পতিবার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. তারেকুল ইসলাম খান ও সম্পাদক আব্দুর রউফ স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন করা হয়। এতে মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক এবং মো. ওয়াজেদ মৃধাকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির আট যুগ্ম আহ্বায়ক হলেন—মো. ইলিয়াছ সিকদার, মো. মনির সিকদার, মনিরুজ্জামান শিশির, মো. কিয়াম উদ্দিন, জাহিদ হাসান, মো. মানিক মিয়া, মো. সিরাজুল ইসলাম ও ফজলুর রহমান খান।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী ঘোষিত দুই কমিটির নেতাদের স্বাগত জানিয়েছেন।