নেত্রকোনার আটপাড়ায় মগরা নদীর ভাঙনের কবলে পড়েছে সোনাজু-দুওজ বাজার সংযোগ সড়ক। সড়কটি আংশিক ভেঙে যাওয়ায় দুওজ ইউনিয়ন ও সুখারি ইউনিয়নের ১৫ হাজারের মতো মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। পুরোপুরি ভেঙে গেলে উপজেলা শহরে যেতে ১৫ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিয়ে শহরে যেতে হবে ওই এলাকার মানুষদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে যতটুকু বরাদ্দ পাওয়া গেছে সে টুকু দিয়ে নদী ভাঙন রোধে চেষ্টা চলছে।
জানা গেছে, চারগাতিয়া গ্রামের সামনের দিক দিয়ে বয়ে যাওয়া মগরা নদীর পাশে দিয়ে দুওজ ইউনিয়ন ও সুখারি ইউনিয়নের জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা এটি। নদী ভাঙনের কারণে বেহাল হয়ে দাঁড়িয়েছে এই রাস্তাটি। প্রতিদিন ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল উল্টে অহরহ ঘটছে দুর্ঘটনা।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, রাস্তাটি এলজিডির। নদীতে যেটুকু ভেঙেছে তার কাজ হচ্ছে। নতুন প্রকল্পে বরাদ্দ আসলে ভাঙনের জায়গাটুকু কাজ করে দেওয়া হবে।