নরসিংদীর রায়পুরায় পৌরসভার পুরোনো গোলচত্বরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে স্বাধীনতা চত্বর। সেই সঙ্গে চত্বরে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল ম্যুরাল। গতকাল বুধবার দুপুরে ফিতা কেটে স্বাধীনতা চত্বরের ফলক উন্মোচন করেন রায়পুরার সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু।
রায়পুরা পৌরসভা সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে সৌন্দর্য বর্ধনের জন্য পৌর মেয়র মো. জামাল মোল্লার পরিকল্পনায় এই চত্বর ও ম্যুরাল নির্মাণ করা হয়েছে। পৌরসভার অর্থায়নে ২৫ লাখ টাকা ব্যয়ে এ চত্বরটি নির্মাণ করা হয়।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব নরসিংদী জেলার সাবেক গভর্নর কল্পনা রাজিউদ্দিন, পৌর মেয়র জামাল মোল্লা, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তারেক ট্রেডার্সের পরিচালক মো. জাকির হোসেন প্রমুখ।