হোম > ছাপা সংস্করণ

সন্জীদা খাতুনকে নিয়ে গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সন্জীদা খাতুনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান লিখেছেন প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। ‘তুমি দাঁড়াও আমার পাশে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সুদর্শনা অলকানন্দা কুন্ডু। সংগীতায়োজন করেছেন সৌর। ইউটিউবে গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন কামরুল হাসান মিথুন, তাঁর নিজস্ব চ্যানেলেই গানটি প্রকাশ করা হয়েছে।

সন্জীদা খাতুন একাধারে রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সংগীতজ্ঞ ও শিক্ষক। বাংলাদেশের এক বর্ণাঢ্য ও অনন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে তিনি শুদ্ধতার প্রতীক। মহান স্বাধীনতা আন্দোলনের ভিত তৈরিতে যে ছায়ানট অগ্রণী ভূমিকা রেখেছে, তিনি তার সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য। সাহিত্যের অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়িয়েছেন দীর্ঘ সময়, দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে।

ছায়ানট প্রতিষ্ঠা করে দেশের সাংস্কৃতিক জাগরণের ক্ষেত্রে যে অবিসংবাদিত ভূমিকা পালন করে যাচ্ছেন সন্জীদা খাতুন, তাতে জাতি তাঁর কাছে ঋণী হয়ে থাকবে।

সন্জীদা খাতুন ভাষা আন্দোলন থেকে শুরু করে তাঁর জীবনের পুরো সময়ই কাটিয়েছেন রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গান, লোকসংগীত প্রসারের জন্য। বাঙালিকে তার সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হতে দেননি যাঁরা, তিনি তাঁদেরই একজন। পাকিস্তান সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কৃতজনদের নিয়ে আয়োজন করেছিলেন কবিগুরুর জন্মশতবর্ষ উদ্‌যাপনের। নতুন দেশ পাওয়ার পর তাঁর সাংস্কৃতিক পথরেখা নির্ধারণে নিজের জীবন উৎসর্গ করেছেন। যেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আজও।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন