পিরোজপুরে একটি অস্ত্র মামলায় এক পালাতক আসামিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গত বুধবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলামের আদালত এই সাজা দেন। দণ্ডপ্রাপ্ত মন্টু কবিরাজ পিরোজপুর জেলার ভান্ডারিয়ার আজাহার কবিরাজের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ভান্ডারিয়া থানা-পুলিশ ২০১৫ সালের ১৬ জুন ঝালকাঠীর কাঠালিয়া থানায় একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের পর আসামির স্বীকারোক্তিতে তাঁর বাড়ির কাঠের গোলার ভেতর থেকে একটি দেশি বন্দুক, ৩ রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় মামলা হয়। পুলিশ তদন্ত শেষে এই মামলায় চার্জশিট দেয়। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন।