যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় দল থেকে আরও তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাঁদের বহিষ্কার করে। এ নিয়ে আওয়ামী লীগ থেকে উপজেলার ১৪ জন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা দল থেকে বহিষ্কার হলেন। একই সঙ্গে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার না করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাগরদাঁড়ি ইউনিয়নসহ সব ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মহব্বত হোসেন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন গাজী এবং কাজী আজহারুল ইসলামকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সাগরদাঁড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার না করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই ইউনিয়ন কমিটিসহ সেখানকার সব ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এর আগে গত শনিবার মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে ১০ জন নেতাকে গত ২০ ডিসেম্বর বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে ৪ জন বর্তমান ইউপি চেয়ারম্যান রয়েছেন।
আগামীকাল বুধবার পঞ্চম ধাপে কেশবপুরের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।