মির্জাপুরে রাজন বাকালি নামের এক মাদকাসক্ত যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এই সাজা দেন। রাজন গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজন গত কয়েক বছর ধরে খারাপ বন্ধুদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড় করতে নানা অপরাধে জড়িয়ে পড়েন। রোববার সকালে ভ্রাম্যমাণ আদালত তাঁকে মাদকসেবন করতে দেখে আটক করে। পরে তাঁকে ছয় মাসের বিনাশ্রম সাজা দেওয়া হয়।
এ সময় তাঁর কাছ থেকে ২০০ টাকা জরিমানাও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন জানিয়েছেন।