রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাত ৪টায় এই ঘটনা ঘটে। এতে চারটি রিসোর্ট, দুটি রেস্তোরাঁ ও একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
এ বিষয়ে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, ‘এতে আনুমানিক ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
জেরী লুসাই জানান, ভোরের দিকে অবকাশ রিসোর্ট থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে যায়। এতে অবকাশ রিসোর্ট, সাজেক ইকো ভ্যালি রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেস্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট পুড়ে যায়।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমরা আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। সেনাবাহিনীর সহায়তায় বড় ধরনের বিপদ হতে রক্ষা পাওয়া গেছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। গভীর রাতে আগুনের সূত্র পাত হওয়ায় পর্যটকেরা ভয়ে ছোটাছুটি শুরু করেন। এখনো পর্যন্ত কোনো ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি।’