সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক যুবকেরা হলেন মো. সোহেল মিয়া (৩৬) ও মো. আরিফুল ইসলাম মজনু (৩৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১-এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান জানান, আটক সোহেল ও মজনু দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রামগামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করত। গত সোমবার সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের পদ্ম এক্সক্লুসিভ লিমিটেড বাস কাউন্টার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
মাহমুদুল হাসান আরও জানান, আটকের সময় সোহেল ও মজনুর কাছ থেকে চাঁদাবাজির ৫ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।