রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা মৃত্যুশূন্য ছিল এই ইউনিট। হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওই ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ১০ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন দুজন। শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৪১ জন।
আগের দিন শুক্রবার জেলার ১৫৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে একজনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার শূন্য দশমিক ৪১ শতাংশ।