নরসিংদীতে গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় আরও একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। গতকাল মঙ্গলবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন ।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় মোট ২০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবকটি নমুনার আ্যান্টিজেন পরীক্ষায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া একজন নরসিংদী সদর উপজেলার বাসিন্দা।
নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৫ শতাংশ। ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন। এখন হাসপাতালে ভর্তি আছেন ৪৪ জন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী আছেন একজন।
জেলায় এ পর্যন্ত ৫৯ হাজার ৩২৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৪০৭ জনের।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ১০৪ জন, রায়পুরায় ৬১৪ জন, বেলাবতে ৭৩৬ জন, মনোহরদীতে ৮৯৭ জন, শিবপুরে ১ হাজার ৪০৯ জন, পলাশে ১ হাজার ৬৪৭ জন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন।