Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ

ঝালকাঠি প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ

ঝালকাঠির রাজাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ করার অভিযোগ উঠেছে। গত বুধবার উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মিলবাড়ি এলাকার আব্দুল মন্নান খান গংয়ের বিরুদ্ধে একই এলাকার সোহেল খানের স্ত্রী মুন্নি আক্তার থানায় লিখিত অভিযোগ দেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল মন্নানের পরিবার।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোহেল খান চাকরির সুবাদে চট্টগ্রাম থাকার কারণে তাঁর ৫ শতাংশ জমি দখল করে প্রাচীর ও ভবন নির্মাণকাজ শুরু করেন আব্দুল মন্নান গং। এ ঘটনায় সোহেল বাদী হয়ে ১৬ নভেম্বর ১৪৪ / ১৪৫ চেয়ে আদালতে মামলা করেন। আদালত ওই জমির ওপর উভয় পক্ষকে সব রকমের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে মন্নান গং ভবনসহ সীমানা প্রাচীর নির্মাণকাজ চালিয়ে যায়। মুন্নি বেগম বুধবার বাদী হয়ে স্বামী সোহেলের পক্ষে পুনরায় থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করেন।

অভিযোগের বিষয়ে জানতে আব্দুল মন্নান খানের মুঠোফোনে যোগাযোগ করা হয়। এ সময় তাঁর স্ত্রী বিউটি বেগম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞার পর নির্মাণকাজ বন্ধ রয়েছে। কোনো কাজ করা হয়নি।

রাজাপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করা হয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ