Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মুশতারী শফী অন্তিম শয্যায়

নিজস্ব প্রতিবেদক, সারা দেশ

মুশতারী শফী অন্তিম শয্যায়

কারও হাতে ছিল ফুলের তোড়া, কেউ পরেছেন কালো শাড়ি-পাঞ্জাবি। কেউ কেউ নিয়ে আসেন লাল-সবুজের পতাকা। সবার একটাই ইচ্ছে, বেগম মুশতারী শফীকে শেষবারের মতো দেখা। তাঁর মরদেহ শহীদ মিনারে সকাল ৯টায় আনার আগেই রাস্তায় ভিড় জমতে শুরু করে। বেলা যত গড়িয়েছে, ভিড়ও বেড়েছে তত। শ্রদ্ধা জানানোর সময় অনেকের চোখে ছিল পানি। ফাঁকে ফাঁকে স্মৃতিচারণা করেছেন বিশিষ্টজনেরা।

ঢাকা থেকেও বিদায় জানাতে এসেছিলেন অনেকে। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত চলে শ্রদ্ধাঞ্জলি। সেখানে জাতীয় পতাকায় মোড়ানো কফিনে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। অতিরিক্ত জেলা প্রশাসক আ স ম জামশেদ খন্দকারের নেতৃত্বে গার্ড অব অনার দেয় পুলিশের একটি দল। জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে নগরীর চৈতন্যগলি কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন মুশরারী শফী।

তাঁকে শ্রদ্ধা জানাতে আসা একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, বেগম মুশতারী শফীর জীবন ত্যাগ ও সংগ্রামের জীবন। মুক্তিযুদ্ধে তিনি স্বামী ও ভাইকে হারিয়েছেন। এরপরও দমে যাননি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. শিরীণ আক্তার বলেন, দেশ স্বাধীন হওয়ার পর সেই ধ্বংসাবস্থা থেকে তিনি উঠে দাঁড়িয়েছেন।

বেগম মুশতারী শফীর সন্তান মেহরাজ তাহসান শফী বলেন, ‘আমার মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন। তিনি শুধু পরিবারের গণ্ডির মধ্যেই আবদ্ধ থাকেননি। লড়াই-সংগ্রাম করেছেন।’

বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ বলেন, ‘আমরা যাঁরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, তাঁদের অনেকের যুদ্ধ একাত্তর সালের ১৬ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বেগম মুশতারী শফীর যুদ্ধ শেষ হয়নি।’

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সিপিবি জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা, উদীচী জেলার সহসভাপতি ডা. চন্দন দাশ এ সময় উপস্থিত ছিলেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ