প্রশ্ন: আমার মাঝেমধ্যে অজু আছে কি না, তা নিয়ে সন্দেহ হয়। এ অবস্থায় আমার কি নতুন করে অজু করতে হবে?
হাসান ফয়সল, চট্টগ্রাম
উত্তর: এখানে আপনার সন্দেহটি দুই ধরনের হতে পারে:
এক. আপনি অজু করেছিলেন—এটা নিশ্চিত আছেন। তবে এখনো অজু আছে কি নেই, তা নিয়ে সংশয়ে আছেন। যেমন অজু করে ফজরের নামাজ পড়েছেন। এ ক্ষেত্রে আপনার অজু আছে ধরে নেওয়া হবে এবং নতুনভাবে আবার অজু করা জরুরি নয়।
দুই. আপনার অজু ছিল না—নিশ্চিত আছেন। তবে এখন অজু করেছেন কি না, তা নিয়ে সন্দেহ হয়ে গেছে। যেমন আপনি টয়লেট করে এলেন। এ ক্ষেত্রে আপনার অজু নেই ধরে নেওয়া হবে এবং অজু করতে হবে। (রদ্দুল মুহতার: ১ / ২৮৩)
উত্তর দিয়েছেন
মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন, গবেষণা বিভাগীয় প্রধান মা’হাদুল ফিকরিল ইসলামি, বসুমতি, গুলশান, ঢাকা