Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

গরু চুরি করার অভিযোগে চারজনকে পুলিশে সোপর্দ

ত্রিশাল প্রতিনিধি

গরু চুরি করার অভিযোগে চারজনকে পুলিশে সোপর্দ

ত্রিশালে গরু চুরির অভিযোগে চারজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গত শনিবার গভীর রাতে তাঁরা গরু জবাই করে পিকআপে করে নিয়ে যাচ্ছিলেন। পথে কয়েকজন গরুর মাংস বোঝাই গাড়ি দেখতে তাঁদের আটকিয়ে পুলিশে খবর দেন। তবে চুরির প্রমাণ না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন মধ্যরাতে হরিরামপুর ইউনিয়নের নিঘোরকান্দা গ্রামের হাবরা বিল এলাকায় পাহারাদারেরা তাঁদের আটকান। গাড়িভর্তি মাংস দেখে তাঁদের সন্দেহ হয়। এ খবর জানাজানি হলে সেখানে শত শত মানুষ ভিড় জমান। পরে পুলিশে খবর দিলে তাঁরা এসে আটককৃতদের থানায় নিয়ে যান।

হরিরামপুর ইউপির চেয়ারম্যান আবু সাইদ বলেন, ‘এলাকায় চোরের উৎপাত বেড়েছে। এর মধ্যে শনিবার রাতে কয়েকজন মাংস নিয়ে পালানোর সময় এলাকাবাসী তাঁদের আটক করে। গাড়িটি ভালুকার সিডস্টোর থেকে আনা হয়।’

মোক্ষপুর ইউনিয়নের বাসিন্দা মাসুদ রানা জানান, ‘কয়েক দিন ধরে এলাকায় গরু, মোটরের তার চুরি হচ্ছে। চোরের অত্যাচারে রাত জেগে গরু পাহারা দিচ্ছেন অনেকে।’

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলে, ‘এটি কোনো চুরির ঘটনা নয়। তাঁরা একটি গরু কিনেছিল। গরুর পা খোঁড়া হওয়ায় জবাই করে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ