মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। শনিবার বিকেলে উপজেলা সদরের খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিজয় মিছিলটি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ নাজিবুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রবীন্দ্রনাথ মণ্ডল, জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ হোসেন জোয়ারদার, আবু সাঈদ সরদার, এম এম সুলতান আহম্মেদ, খান আবু বক্কার প্রমুখ।