মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি এবং ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। এ উপলক্ষে পীরগাছা উপজেলার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের দুই শতাধিক সদস্য গতকাল বুধবার শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। এটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সাবু প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে কাজ করতে হবে। অবিলম্বে ১ ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। দেশে ঘটা করে নানা দিবস পালিত হলেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধা দিবস স্বীকৃতি পায়নি। এটা লজ্জার বিষয়। মুক্তিযোদ্ধাদের চাওয়া, জাতীয় মুক্তিযোদ্ধা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হোক।