গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মহিদুল ইসলাম (৩৫) ও সজিব হোসেন (২০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
গত সোমবার বিকেলে উপজেলার কল্যাণপুর কালিতলা ও সহড়াতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় দুজনের নিকট থেকে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সহড়াতলা গ্রামের মহিদুল ইসলাম ও একই গ্রামের সজিব হোসেন।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা হয়েছে।