জন্মগত প্রতিবন্ধী ও মাথায় বিরল শিং আকৃতির দুরারোগ্য টিউমারে আক্রান্ত সাতক্ষীরা কলারোয়ার শিশু শরীফা খাতুন (১১) মারা গেছে। গতকাল সোমবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। প্রতিবেশী শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু শরীফা উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হরিনা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে অসুস্থ প্রতিবন্ধী শরীফাকে নিয়ে লেখালেখি হওয়ার পর ঢাকার এক্সিম ব্যাংকের আর্থিক সহযোগিতায় দেশের সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসার সুযোগ হয়। স্থানীয় সাংবাদিকেরা এ কাজে অগ্রণী ভূমিকা রেখেছেন।
শরীফাকে নিয়ে এবং তার চিকিৎসার জন্য সহায়তা চেয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের পর সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের উদ্যোগে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা পায়।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে শরীফার মরদেহ নিজ এলাকায় আনা হবে। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।