চাঁদপুরের কচুয়ার উজানীতে নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫০ জন কৃষক এ মাঠ দিবসে অংশ নেন।
কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং ড. মোহাম্মদ মহসীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মো. জালাল উদ্দিন এবং কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন।
আলোচনা সভা শেষে কর্মকর্তারা কৃষকদের উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত সবজি সবজি পরিদর্শন করেন। এ সময় কৃষকদের পরার্মশ দেওয়া হয়। একজন কৃষকের মধ্যে বিনামূলে সেচপাম্প বিতরণও করা হয়।