মির্জাপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ বান্ডিল তাস, ৮ হাজার ৫৫০ টাকাসহ ১৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোড়াই নাজিরপাড়ার আফরোজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই দিন একাধিক স্থানে অভিযান চালিয়ে মাদক, ধর্ষণ ও চুরি মামলার আসামিসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ১৩ জুয়াড়ি হলেন উজ্জ্বল মিয়া, মিলন, পাপলু মিয়া, আব্দুর রাজ্জাক, আব্দুল মতিন, মো. সবুজ, মো. সাদেকুর ইসলাম, মো. আজম মিয়া, মো. আব্দুল গফুর, মো. মঞ্জু মিয়া, তাহের, মো. খাজা ও মো. আমিনুর। তাঁরা প্রত্যেকেই গোড়াই নাজিরপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন কারখানায় শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান মুন্সি বলেন, গোড়াই নাজিরপাড়ার আফরোজ মিয়ার বাড়িতে মাঝেমধ্যে জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জুয়াড়িদের গ্রেপ্তার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক জানান, গ্রেপ্তার ২১ আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।