মানিকগঞ্জের সিঙ্গাইর, হরিরামপুর ও দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শরীফ ফেরদৌস ও সদস্যসচিব মো. আওলাদ হোসেন এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
সিঙ্গাইর: সিঙ্গাইরে আবুল কাশেম খানকে আহ্বায়ক ও মাহমুদুল হাসান গোলাপকে সদস্যসচিব করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়কেরা হলেন সাইদুর রহমান সাগর, আমজাদ হোসেন, মহসীন হোসেন, আলমগীর হোসেন, আক্তার হোসেন বুলেট, সোহেল রানা, সাব্বির আহম্মেদ রজ্জব, মানিক হোসেন ও আল-আমীন হোসেন নিরব।
হরিরামপুর: হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে ইমরান আহমেদ চুন্নুকে আহ্বায়ক ও ইমরান হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। তাঁরাসহ কমিটিতে মোট ৩১ জন রয়েছেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আলীম আহমেদ সানি, নাজমুল হাসান, জাফর আহমেদ, হারুনুর রশিদ, লাল উদ্দিন মোল্লা, মো. নুরুল ইসলাম সায়েম, হায়দার আলী, লাল মিয়া, আমির হোসেন মিলু।
দৌলতপুর: আল-আমিনকে আহ্বায়ক ও মো. রাজিব হোসেনকে সদস্যসচিব দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়কেরা হলেন তোফাজ্জল হোসেন, শাকিল হোসেন, সাজ্জাতুল ইসলাম সজিব, রুবেল মোল্লা, আব্দুল মজিদ, রজ্জব আলী, রবিউল ইসলাম, আতিকুর রহমান আতি ও মনসুর আলম মুন্না।