চাঁদপুরের কচুয়ায় মাসব্যাপী পৌর বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের মাঠে এ মেলা উদ্বোধন করা হয়।
এর উদ্বোধন করেন কচুয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন, আনোয়ার হোসেন সিকদার ও ডা. তাসাদ্দেক হোসেন মোহন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ সজীব প্রমুখ।