Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দুই হোটেল থেকে গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুই হোটেল থেকে গ্রেপ্তার ৮

অসামাজিক কার্যকলাপের অভিযোগে নগরীর খুলশীর দুটি হোটেল থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ওই এলাকার মোটেল সিক্স স্বর্ণালী ও রূপসী বাংলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর পর গতকাল রোববার তাঁদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তাঁদের মধ্যে রয়েছেন রূপসী বাংলা হোটেলের মালিক মো. নুরুল আবছার (৩৮) ও একই হোটেলের কর্মচারী মো. সেলিম (৪০), ইয়ানুর বেগম (৪০), জুঁই রায় (২৭) ও কোহিনুর আকতার (২৮)। অন্যরা হলেন মোটেল সিক্স স্বর্ণালীর কর্মচারী রেদোয়ান হোসেন ওরফে রেদোয়ান (২০), মো. রাজু (৩৭) ও আঁখি বেগম (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, খুলশী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমার নেতৃত্বে শনিবার রাতে এই অভিযান চালানো হয়। তবে সেখান থেকে কৌশলে পালিয়ে যান মোটেল সিক্স স্বর্ণালীর কথিত মালিক মো. সরোয়ার (৪৮) ও ব্যবস্থাপক আমান উল্লাহ (৫০)। পুলিশের মামলায় তাঁদেরও আসামি করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে খুলশীর বিভিন্ন আবাসিক হোটেল, গেস্ট হাউস ও ফ্ল্যাট বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছে একটি চক্র। এমন বহু ‘আস্তানা’য় পুলিশ বিভিন্ন সময় অভিযান চালালেও মোটেল সিক্স স্বর্ণালী ও রূপসী বাংলা ছিল ধরাছোঁয়ার বাইরে। পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীকে ‘ম্যানেজ’ করে এসব অসামাজিক কার্যকলাপ চলে আসছিল।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ