Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

লোহাগড়া পৌরসভার ভোট আজ, নিরাপত্তা জোরদার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া পৌরসভার ভোট আজ, নিরাপত্তা জোরদার

আজ মঙ্গলবার। নড়াইলের লোহাগড়া পৌরসভার নির্বাচন আজ। সকাল ৮ থেকে বিকেল ৪ পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটের মাধ্যমে আগামীর পৌরপিতা নির্বাচন করবেন পৌরবাসী। প্রথমবারের মতো এই পৌর নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবেন পুলিশ ও আনসার সদস্যরা।

পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মসিয়ুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম জগ প্রতীকে এবং মো. মইন হাসান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর সভার ৯টি ওয়ার্ডে ৪০ জন প্রার্থী সাধারণ কাউন্সিলর পদে লড়াই করবেন। এ ছাড়া তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।

জানা গেছে, সরকারি ঘোষণা অনুযায়ী ২০০৩ সালে লোহাগড়া পৌরসভা গঠিত হয়। পরে ২০০৫ সালের এ পৌরসভায় প্রথমবারের মতো মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। লোহাগড়া পৌরসভা গোফাডাঙ্গা, চোরখালী, জয়পুর, কৃষ্ণপুর, পারছাতড়া, ছাতড়া, গন্ধবাড়িয়া, কুমারকান্দা, মোচড়া, লোহাগড়া কলেজপাড়া, পোদ্দারপাড়া, চাড়াবাড়িয়া, লোহাগড়া দক্ষিণ, মাইটকুমড়া, কুন্দশী, গোপিনাথপুর, লক্ষ্মীপাশা, রাজুপুর, কচুবাড়িয়া, মশাঘুনি, রামপুর, সিংগা, খোলিশাখালী এলাকা নিয়ে পৌরসভাটির কার্যক্রম।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ বছর লোহাগড়া পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ৭৩৭ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৫৭৭ জন এবং মহিলা ১২ হাজার ১৬০ জন। এ পৌরসভার ভোটগ্রহণ কেন্দ্র ১১টি, কক্ষ ৭১টি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, লোহাগড়া পৌরসভা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৮৩ জন পুলিশ এবং ৯৯ জন আনসার সদস্য মাঠে থাকবেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১১ কেন্দ্রে নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনজন, ১১ জন প্রিজাইডিং অফিসার, ৭১ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১৪২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ