কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাকিবুল হাসান শিবলী। অন্য কোনো প্রার্থী না থাকায় উপজেলা আওয়ামী লীগের এ সহসভাপতি বিজয়ী হচ্ছেন।
জানা গেছে, গত ৮ মে বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারওয়ার আলম মারা গেলে নির্বাচন কমিশন ৭ অক্টোবর উপনির্বাচনের তারিখ ঘোষণা করে। উপনির্বাচনে ১০ জন প্রার্থী আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলেও মনোনয়ন পান রাকিবুল হাসান শিবলী। গতকাল মঙ্গলবার জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় রাকিবুল হাসান শিবলী বেসরকারিভাবে বিজয়ী হতে যাচ্ছেন।
রাকিবুল হাসান শিবলী কেন্দ্রীয় আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে মনোনীত করার জন্য।
বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন জানান, তফসিল অনুযায়ী ১৪ সেপ্টেম্বর প্রার্থিতা বাছাই। ২০ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ২১ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। ৭ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণের কথা থাকলেওরাকিবুল হাসান শিবলী একক প্রার্থী হওয়ায় বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পথে তিনি।