দুমকি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সন্তোষদী গ্রামে জসিম সিকদারের বাড়ির আঙিনায় আয়োজিত এ মাঠ দিবস পালিত হয়।
দিবস উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকার সভাপতিত্বে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প কৃষিবিদ তাজুল ইসলাম, দুমকি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেনসহ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তারা। কর্মশালায় সন্তোষদী ব্লকের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি কৃষকদের বীজ সংগ্রহ করে সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানান। এর আগে কর্মকর্তারা উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি ব্লকের কৃষকদের উচ্চ ফলনশীল ব্রি ধান ৫২ জাতের ফলন পরিদর্শন করেন।