Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বাড়িতে টিসিবির পণ্য বিক্রি, ক্ষমা প্রার্থনা চেয়ারম্যানের

পঞ্চগড় প্রতিনিধি

বাড়িতে টিসিবির পণ্য বিক্রি, ক্ষমা প্রার্থনা চেয়ারম্যানের

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্ধারিত স্থান বাদ দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের বাড়িতে টিসিবির পণ্য বিক্রির অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা প্রশাসনের নোটিশের জবাবে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন।

অভিযুক্ত সোলেমান আলী উপজেলার দেবনগর ইউপির চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। তিনি গত সোমবার রাতে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহার কাছে নোটিশের জবাব দেন। ইউএনও গত রোববার অভিযুক্ত চেয়ারম্যানকে এই নোটিশ দেন।

নোটিশ সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল দেবনগর ইউনিয়নে সুবিধাভোগীদের জন্য ভর্তুকি মূল্যে নির্ধারিত স্থানে ডিলার আক্তারুল ইসলামের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কথা ছিল। কিন্তু তিনি সেখানে পুরো পণ্য বিক্রির পরিবর্তে আংশিক পণ্য ব্রহ্মতাল গ্রামে চেয়ারম্যান সোলেমানের বাড়িতে বিক্রি করেন।

প্রশাসন বিষয়টি বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হয়ে ডিলারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চেয়ারম্যানের নির্দেশে তাঁর বাড়িতে টিসিবির পণ্য বিক্রি করা হয়। এ ঘটনায় স্থানীয় সরকার আইন অমান্য করায় চেয়ারম্যানের কাছে সোমবারের মধ্যে ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়।

ইউএনও সোহাগ বলেন, ‘সোলেমান আলী নামের ওই চেয়ারম্যান নির্ধারিত স্থানের পরিবর্তে তাঁর বাড়ি থেকে টিসিবির পণ্য আংশিক বিক্রি করেছেন। যার সত্যতা আমরা পেয়েছি। এরপর চেয়ারম্যানকে গত রোববার ব্যাখ্যা চেয়ে নোটিশ করা হলে তিনি সোমবার ব্যাখ্যা দিয়ে ক্ষমা চেয়েছেন। চেয়ারম্যানকে সচেতন করেছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ