Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

হিজড়াদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ

জামালপুর প্রতিনিধি

হিজড়াদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ

জামালপুরে হিজড়াদের আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গতকাল উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির হলরুমে ২৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।

স্টিল কোম্পানি বিএসআরএম গ্রুপের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের হিজড়া উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার ও প্রকল্প কর্মকর্তা আরজু আহম্মেদ। প্রতি ব্যাচে ২৫ জন করে হিজড়া সদস্য অংশ নেন। ২৫০ জন হিজড়াকে প্রশিক্ষণ দেওয়া হবে।

জানা গেছে, হিজড়াদের আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় জামালপুরে প্রাথমিকভাবে ২৫০ জন হিজড়াদের প্রকল্পের উপকারভোগী হিসেবে নির্বাচন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য ৪ জন কর্মী নিয়োগ ছাড়াও ফোকাল পারসন ও হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, হিজড়াদের চলমান আয়ের উৎস এবং কর্মসংস্থানের জন্য বিদ্যমান সুযোগগুলো চিহ্নিত করে পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানান। এ প্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে। পরে তাদের মধ্যে সহজ শর্তে ঋণ বিতরণসহ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি ও অন্যান্য সুবিধা প্রদানের চিন্তা করা হয়েছে। উন্নয়নের মূল ধারায় হিজড়াদের সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সম্মান সুরক্ষা করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ