রাঙামাটি জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নে হেলিকপ্টারে করোনাভাইরাসের টিকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। আকাশ ভালো থাকলে আগামী বৃহস্পতিবার যক্ষ্মা বাজার ক্যাম্প থেকে হেলিকপ্টারে দুমদুম্যা বগাখালীতে রওনা দেবে টিকা দানকারী দল। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ। এই দলের নেতৃত্ব দেবেন ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা।
এর আগে গত ৮ অক্টোবর ‘আড়াই হাজার মানুষ টিকা পাননি এখনো’ শিরোনামে আজকের পত্রিকায় খবর প্রকাশ পায়। এতে দুমদুম্যা ইউনিয়নের পাংখোয়া জনগোষ্ঠীসহ আড়াই হাজারের বেশি মানুষের এখনো করোনার টিকা না পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। দুর্গমতা ও নেটওয়ার্ক না থাকায় তারা ভ্যাকসিন প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করের স্থানীয় বাসিন্দারা। এ সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী হেলিকপ্টারে টিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা জানান, প্রথম দফা ১ হাজার ৫০০ টিকা প্রদানের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ ক্ষেত্রে টিকা গ্রহীতাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে করে নিয়ে আসতে হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দুমদুম্যা ইউনিয়নের বগাখালি এলাকায় টিকা প্রদান করা হবে। এমন দুর্গম এলাকায় স্বাস্থ্য বিভাগকে সহযোগিতা করবে রাঙামাটি জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী। এ জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।