Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নির্মাণাধীন বাঁধে ভাঙন

হারুনুর রশিদ, রায়পুরা (নরসিংদী)

নির্মাণাধীন বাঁধে ভাঙন

নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নে নির্মাণাধীন গ্রাম রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে।

গত মঙ্গলবার বেলা ১টার দিকে বীর চরমধুয়া গ্রামের ১০০ মিটার বাঁধ ভেঙে ঈদগাসহ ছয় বিঘা জমি মেঘনায় বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে বাঁধসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, ঈদগা ও মসজিদসহ কয়েক শ বাড়িঘর। ভাঙনরোধে মঙ্গল ও গতকাল বুধবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে শ্রমিকেরা সেখানে জিও ব্যাগ ফেলছেন।

জানা গেছে, নদ-নদী পুর্নখনন প্রকল্পের আওতায় উপজেলার চরমধুয়া ইউনিয়নে গত বছর ১ হাজার ৭০০ মিটার গ্রাম রক্ষা বাঁধ নির্মাণকাজ শুরু হয়। এ প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড বাস্তবায়ন করছে।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বেলা ১টার দিকে নির্মাণাধীন বাঁধের এক শ মিটারের নিচের অংশের জিও ব্যাগ ও ব্লক সরে গিয়ে বাঁধ ও একটি ঈদগার জমিসহ ছয় বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে। বাঁধের দেড় শ ফুট দূরত্বে রয়েছে বীর চরমধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর চরমধুয়া হাফেজিয়া মাদ্রাসা, মসজিদ ও ঈদগা। পাশেই বসবাস করছে প্রায় কয়েক শ পরিবার। ভাঙনের কারণে হুমকিতে রয়েছে ওই শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারগুলো। ভাঙনরোধে সেনাবাহিনীর নেতৃত্বে শ্রমিকেরা দুদিন ধরে জিও ব্যাগ ফেলছেন।

বীর চরমধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হাসান বলেন, ‘স্কুলে শতাধিক শিক্ষার্থী রয়েছে। গতকালের ভাঙনে স্কুলটি ঝুঁকিতে আছে। ভাঙনরোধে সেনাবাহিনীর লোকেরা কাজ করছেন।’

বীর চরমধুয়া হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কেফায়াতুল্লাহ বলেন, ‘নির্মাণাধীন বাঁধ থেকে আমাদের মাদ্রাসার দূরত্ব মাত্র ৫০ ফুট। ফলে মারাত্মক ঝুঁকিতে আছে মাদ্রাসাটি।’

চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান শিকদার বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১ হাজার ৭০০ মিটার বাঁধের কাজ শুরু হয়েছে। এর মধ্যে জিরো পয়েন্ট থেকে ৫১০ মিটার অংশে গত মঙ্গলবার বেলা ১টার দিকে হঠাৎ ৫ থেকে ৬ বিঘা জমি ভেঙে গেছে। এ ভাঙনের ফলে বাঁধসংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ঈদগা ও মসজিদসহ কয়েক শ পরিবার ঝুঁকিতে রয়েছে।

তিনি আরও বলেন, ‘ভাঙনরোধে গতকাল থেকে সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এ ব্যাপারে প্রকল্প পরিচালকের (পিডি) সঙ্গে আমার কথা হয়েছে। ভাঙনের কারণ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।’

এ ব্যাপারে রায়পুরা উপজেলার বাসিন্দা ও নরসিংদী শহর আওয়ামী লীগের মহিলা-বিষয়ক সম্পাদক কাজী মেহেরুন্নেছা লাভলী বলেন, চরমধুয়া ইউনিয়নে আগেও নদীভাঙনে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা সরকারিভাবে যেসব সাহায্য-সহযোগিতা পাওয়ার কথা, তা পায়নি।

জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বিজয় চন্দ্র শংকর বলেন, ‘সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে কাজ চলছে। পানি বেড়ে যাওয়ায় ভাঙনরোধে আবারও কিছু অংশে জিও ব্যাগ ফেলা হচ্ছে। ইতিমধ্যে ঠিকাদার ও ডিজিকে বিষয়টি জানানো হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ