খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থায় শিক্ষার গুণগত মানোন্নয়নে নজর দিতে হবে। সেবামূলক মানসিকতা তৈরি করতে হবে। তাহলেই লক্ষ্য অর্জিত হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দূরদর্শী উদ্যোগ। ইতিমধ্যে এর সুফল লক্ষণীয় হয়ে উঠেছে। প্রথমে এটি মন্ত্রণালয়ে সীমাবদ্ধ ছিল। এখন এটি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরেও ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য শুদ্ধাচার পুরস্কার চালুর ব্যাপারে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তুতের তাগিদ দেন তিনি। একই সঙ্গে এ লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়।