মেহেরপুরের গাংনীতে কামাল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বৃহস্পতিবার বিকেলে সিন্দুর কৌটা গ্রাম থেকে তাঁকে আটক করে। আটক কামাল হোসেন ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে ও কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। এ সময় তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা জব্দের দাবি করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক খসরু আল মামুনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে কামাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।